…
দুই দিনের নরকযন্ত্রণা। সন্তানকে জিম্মি রেখে পালাক্রমে নয় নয়টি শ্বাসরুদ্ধকর বর্বরতার অধ্যায়। মুক্তির আশায় পুলিশের দ্বারে যাওয়া—কিন্তু সেখানে ন্যায়বিচারের বদলে অপমানের আরেকটি দগদগে ক্ষত...…
ধর্মনিরপেক্ষ না হলে একটা রাষ্ট্র কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে—এই প্রশ্ন তুলে অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে রাষ্ট্র, জাতি, ধর্ম, লিঙ্গ—এসব বিষয়ে রাষ্ট্র নিরপেক্ষ থাকবে। রাষ্ট্র সবাইকে সমান অধিকার ও সুযোগ দেবে।...…
স্পিচ অফেন্স–সম্পর্কিত মামলা প্রত্যাহারের বিষয়ে আসিফ নজরুল বলেন, বিগত সরকারের আমলে করা ৩২২টি স্পিচ অফেন্স–সম্পর্কিত মামলার বিচার চলছে। এগুলো প্রত্যাহার করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের ভূমিকা রাখার অবকাশ আছে। ৩২২টি মামলার মধ্যে সরকারি কৌঁসুলির মাধ্যমে ইতিমধ্যে ১১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে। তাঁরা আশা ...…