মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় পরিচালিত এ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি রাজু (৩৭) ও মো: হামিদুল (৩৪) ধরা পড়ে।
র্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামি রাজু (৩৭), পিতা- মেঘা, সাং- গোয়ালীমান্দ্রা, থানা- লৌহজং, জেলা- মুন্সীগঞ্জ। বিজ্ঞ আদালত তাকে পেনাল কোড, ১৮৬০ এর ৩৩২ ধারায় ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ৫,০০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে পেনাল কোড, ১৮৬০ এর ৩৫৩ ধারায়ও তাকে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ৫,০০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
অপরদিকে আরেক আসামি মো: হামিদুল (৩৪), পিতা- মো: আ: মোতালেব, সাং- গোয়ালীমান্দ্রা, থানা- লৌহজং, জেলা- মুন্সীগঞ্জ। তিনি রমনা মডেল থানার মামলা নং- ১(৬)১৫ এর সাজাপ্রাপ্ত আসামি। মামলাটি ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) ধারায় দায়েরকৃত।
র্যাব-১০ এর এ অভিযানে দীর্ঘদিনের পলাতক দুই আসামিকে গ্রেফতারের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে বলে জানানো হয়। গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন