নড়াইলের আলোচিত হাসিম মোল্যা হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামীকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব জানায়, গত ১৫ মার্চ ২০২৫ সকাল আনুমানিক ৯টার দিকে নড়াইলের কালিয়া থানার সিলিমপুর গ্রামে ঠান্ডু মোল্যা গ্রুপের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জনি মোল্যা গ্রুপের সংঘর্ষ বাঁধে। এসময় প্রতিপক্ষের হামলায় জনি মোল্যা গ্রুপের সদস্য হাসিম মোল্যা (৩৮) গুরুতর রক্তাক্ত জখম হন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের পিতা বাদী হয়ে কালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৪, তারিখ-১৯/০৩/২০২৫; ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড, ১৮৬০)। মামলার তদন্ত কর্মকর্তা আসামীদের গ্রেফতারে র্যাব-১০ এর সহায়তা চান।
এরই ধারাবাহিকতায় গত ১০ আগস্ট রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে র্যাব-১০ এর আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় রাজধানীর শাহবাগ, পলাশী ও কামরাঙ্গীরচর এলাকায় পৃথক অভিযান চালায়। এসময় হত্যা মামলার এজাহারনামীয় আসামী—
১। মোঃ সোহান শেখ (৩২), পিতা- আঃ রউফ শেখ, সাং- সিলিমপুর
২। মোহাম্মদ (৪৫), পিতা- মৃত শাহজান মোল্লা, সাং- সিলিমপুর
৩। মোঃ আল হাজ (২৮), পিতা- মোঃ আজাদ মোল্লা, সাং- চালিতাতলা, কালিয়া, নড়াইল
গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।
মন্তব্য করুন