র্যাব জানায়, গত ১৭ জুলাই রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন মুরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩২০ পিস ইয়াবা ও ১৫ গ্রাম গাঁজাসহ মাজেদা (৪২) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৯৭ হাজার টাকা।
এরপর রাত প্রায় ৯টা ৪৫ মিনিটে রাজধানীর ডেমরা চৌরাস্তা এলাকায় অপর আরেকটি অভিযানে ৫৯ বোতল ফেন্সিডিল ও এক লিটার বিদেশী মদসহ মোঃ আরিফ মোল্লা (২৪) নামে এক যুবককে গ্রেফতার করে র্যাব। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ২ লাখ ৯৫ হাজার টাকা।
র্যাব-১০ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
👉 চাইলে আমি এর জন্য আরও আকর্ষণীয় শিরোনামের বিকল্প সাজিয়ে দিতে পারি। চাইবেন?
মন্তব্য করুন