রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি নুর হোসেন জমাদ্দার ওরফে নুরু (৪৬) কে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় আজ (১৮ আগস্ট ২০২৫) বিকেল অনুমান ৪টা ২০ মিনিটে ডিএমপি ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন লোহার ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি শরীয়তপুর জেলার পালং মডেল থানার মাদক মামলা নং-১৫, তাং-১৩/০৫/২০১৮, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর ৯(ক) অনুযায়ী সাজা পরোয়ানাভুক্ত আসামি। তিনি শরীয়তপুর জেলার পালং মডেল থানার বাহের চন্দ্রপুর গ্রামের আঃ রশিদ জমাদ্দারের ছেলে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।